সাংবাদিক ভুলুর উপর হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার দাবি
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক শাহজাহান ভুলুর উপর হামলার প্রধান আসামীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র লুপু হত্যা মামলার প্রধান আসামি রশিদুর নবী চান মিয়াকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, অ্যাড. আবেদুর রহমান সবুজ, ছাদেকুল ইসলাম রুবেল ও সুমন মন্ডল প্রমুখ।
মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

