সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের শাস্তির দাবী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ, তার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনন্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের থানামাড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সাংবাদিক ও নাগরিক সমাজের যৌথ আয়োজনে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে সকাল ১১টা থেকে প্রায় দুইঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জিটিভির সাংবাদিক গোপাল মোহন্ত, দৈনিক বগুড়া প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু, জনসংকেত প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ইনকিলাব প্রতিনিধি রবিউল কবির মনু, ভোরের কাগজ প্রতিনিধি শাহ আলম সরকার সাজু, চ্যানেল আই প্রতিনিধি ফারুক হোসেন, সমকাল প্রতিনিধি এনামুল হক, এশিয়ান টিভি প্রতিনিধি মাহমুদ খান, আনন্দ টিভি প্রতিনিধি উজ্জল হক প্রধান, উত্তর কোন প্রতিনিধি সাজাদুর রহমান সাজু, মোহনা টিভি প্রতিনিধি রাসেল কবির ও কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, জেএসডি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আজগর আরজ ও ওয়ার্কার্স পার্টি উপজেলার শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে একাধিক অনুসন্ধানি রিপোর্ট করেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাই আক্রোশমুলক পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা হয়। তিনি অসুস্থ হলেও তাকে হাসপাতালের কথা বলে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।
বক্তারা বলেন, অনতিবিলম্বে সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেইসাথে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ হেনস্তাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।

