গাইবান্ধায় দুর্বৃত্তদের হাতে হত্যা মামলার আসামী নিহত
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ফারুক মিয়াকে (৩৬) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ফারুক মিয়া ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ফারুক মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (১৭ মে) গভীর রাতে ধাপেরহাটের বৌবাজার এলাকায় দুর্বৃত্তরা ফারুকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধরক পিটুনি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে ওইরাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ফারুক মারা যায়।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, নিহত ফারুকের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

