ঘোড়াঘাটে বস্তাভর্তি ফেনসিডিল সহ আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১০ PM, ১৮ মে ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে বস্তা ভর্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সেইসাথে ফেনসিডিল পরিবহনের দায়ে প্রাচুর্য ইন্টারপ্রাইজ নামের একটি পিকআপ জব্দ করে পুলিশ। 

আটকব্যক্তি ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মে) ভোর রাতে উপপরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের হিলিমোড় এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিলেন পুলিশের একটি টিম। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবুজ রং এর একটি পিকআপকে (ঢাকা মেট্রো-ড-১২-০৩৬৪) থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে করে।

পরে পুলিশ ধাওয়া করলে সড়কের কারিগরি কলেজ এলাকায় চালক এবং পিকআপে থাকা আরও ৫ যাত্রী গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। পরে পিকআপে তল্লাশী চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক ব্যক্তি ও পিকআপের চালক সহ পালিয়ে যাওয়া ৫ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে পলাতক ৫ ব্যক্তি যোগসাজসে দীর্ঘদিন যাবত দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঁচার করত। আটক ব্যক্তি ঢাকা থেকে ফেনসিডিল নেওয়ার জন্য বিরামপুরে এসেছিল। পলাতক মাদক কারবারিদেরকে গ্রেপ্তার আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :