পলাশবাড়ীতে এক নারীর ব্যাগে মিলল ৩৯ বোতল ফেনসিডিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০২ PM, ১৬ মে ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩৯ বোতল ফেনসিডিল সহ সুমি আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মে) সন্ধ্যায় পৌরসভার মহেষপুর মৌজাস্থ রাঙ্গামাটি বাঁধের মাথা নামকস্থান থেকে সুমিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নিয়মিত চেকিংকালে পুলিশ দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশী চালায়। এসময় বাসের যাত্রী সুমি আক্তারের ব্যাগে তল্লাশি করে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :