নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৫ AM, ১৩ মে ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান লকডাউনে অসহায় ও দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ায় ১ হাজার ২’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে দিন ব্যাপী নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে, ফাউন্ডেশনের চেয়ারম্যন মানব দরদী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ- এর নিজস্ব অর্থায়নে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার কিশোরগাড়ী, পবনাপুর, বরিশাল, মনোহরপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর, ধাপেরহাট ইউনিয়ন ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ১ হাজার ২’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে টি-শার্ট ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাস্টার, প্রচার সম্পাদক শাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার লাইজু, মনোহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইদিলপুর ইউনিয়ন শাখার সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী, বরিশাল ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সম্ভব্য সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হালিমা খাতুন প্রমূখ।

নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ মোবাইল ফোনে জানান, প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় দেশে লকডাউন চলমান রয়েছে। যার প্রভাব পড়েছে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষের উপর। এ কারণে শ্রমজীবি মানুষদের আয়-রোজগার কমেছে। তাই অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে টি-শার্ট ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিশেষে পলাশবাড়ী-সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।

আপনার মতামত লিখুন :