গোবিন্দগঞ্জে জীবন বীমা করপোরেশনের মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীবন বীমা করপোরেশনের মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে গোবিন্দগঞ্জ শাখা কার্যালয়ে জীবন বীমা করপোরেশন শাখা এর উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মৃত্যু দাবীর ৩টি চেক হস্তান্তর করেন।
বীমাপত্র নং- ৩৬২৫৬৯৮০ মরহুম তাহমিনা বেগম- এর নমিনি শারমিন জাহানের নিকট ৩ লাখ সতের হাজার ২৯০ টাকা, বীমাপত্র নং- ৩২২৩৮৬২৮ মরহুম খোরশেদ আলীর নমিনি সাজেদা বেগমের নিকট ১ লাখ আটানব্বই হাজার ১৯২ টাকা এবং বীমাপত্র নং-৩২৫৫৯১০৬ মরহুম আব্দুল কুদ্দুছ- এর নমিনি অলি আহমেদের কাছে ৪১ হাজার ৭৩৮ টাকা হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীমা প্রতিনিধি বাবু দেবব্রত দেবনাথ, মোঃ মেহেদী হাসান পৌর প্রতিনিধি রুবেল মিয়া ও উন্নয়ন অফিসার মো. আব্দুল লতিফ সরদার সহ সুধীবৃন্দ।

