গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নে ভিজিএফ- এর নগদ অর্থ বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ভিজিএফ- এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল প্রধান।
রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্ব বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব বিএসসি প্রমুখ।

