গোবিন্দগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল সহ এক যুবক গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল সহ সুজন মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুজন দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের সুন্দর মিয়ার ছেলে।
মঙ্গলবার (৪ মে) বিকেল ৪টার দিকে পুলিশ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার পশ্চিম চারমাথায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলে তল্লাশি করে পুলিশ। তল্লাশি করে মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৪৯ বোতল ফেনসিডিল সহ সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৩৪ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

