গোবিন্দগঞ্জে চলতি মৌসুমে ইরি-বোরো ধান, গম ক্রয়ের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩০ PM, ০৪ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোলাপবাগ, মহিমাগঞ্জ ও কামদিয়া খাদ্য গুদামে একযোগে বোরো ধান,গম,চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মানোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীঅনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামসহ ৩টি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :