প্রতিবন্ধি ও হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ AM, ০১ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনার প্রার্দভাবে কর্মহীন ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধি ও হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১মে) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার মোট ১০০ জন প্রতিবন্ধি ও ৫০ জন হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীর মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, আধা কেজি মসুর ডাল, আধা লিটার তেল, আধা কেজি চিনি ও একটি সাবান বিতরণ করা হয়।

এর আগে ওইদিন সকালে কামদিয়া ইউনিয়নে ভিজিএফ এর ১৯০০ কার্ডধারীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক এবং ৫৫০জন অসহায় কর্মহীন গরিব মানুষকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :