আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অকৃত্রিম বন্ধু মাহমুদুল গণি রিজন এর মৃত্যুতে শোকসভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৬ PM, ৩০ এপ্রিল ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সাহসী কর্মী সদ্য প্রয়াত মাহমুদুল গণি রিজন স্মরণে বাংলাদেশ রবিদাস ফোরাম, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জয়ভীম যুব ফেডারেশন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগের আয়োজনে অনগ্রসর সংস্থা কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রয়াত মাহমুদুল গণি রিজন স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনগ্রসর সংস্থার সভাপতি দুধলাল রবিদাসের সভাপতিত্বে শোকসভায় আলোচক ছিলেন উদীচী গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের সভাপতি সাদেকুল ইসলাম বাবু, জেলা বারের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড, সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, অনগ্রসর সংস্থা নির্বাহী পরিচালক খিলন রবিদাস, সুনিল রবিদাস, সভাপতি, বাংলাদেশ রবিদাস ফোরাম,গাইবান্ধা জেলা শাখা, কৃষ্ণ কর্মকার,জয়ভীম ছাত্র-যুব ফোডারেশন, শহর শাখা, দুখু রবিদাস, সভাপতি, বাংলাদেশ রবিদাস ফোরাম, সুন্দরগঞ্জ উপজেলা, বিজয় রবিদাস, সহ-সাংগঠনিক সম্পাদক, বিআরএফ, গাইবান্ধা জেলা, সুমন রবিদাস, আইন বিষয়ক সম্পাদক, বিআরএফ,সুন্দরগঞ্জ উপজেলা, সাধনা রানী কর্মকার, নারীনেত্রী, ছাত্র-যুব ফেডারেশন, জিয়ারু রবিদাস, মহন্ত,ফলিয়া রবিদাস সমাজ, মনোজ প্রসাদ, মিলন রবিদাস, সুজন রবিদাস প্রমুখ।

বক্তারা বলেন সদা হাস্যোজ্জল, সজ্জন সাংবাদিক, রাজনীতিক ও সংস্কৃতিজন রিজনের অকাল প্রয়ানে সৃষ্ট শূন্যতা অপূরণীয়। আদিবাসী ও দলিতসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি তার মমত্ববোধ ও সংবেদশনশীলতা অতুলনীয় যা আমাদের সকলের জন্য অনুকরণীয়।

আপনার মতামত লিখুন :