গোবিন্দগঞ্জে হেরোইন সহ গ্রেপ্তার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৭ AM, ২৬ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১শ’ ৫ গ্রাম হেরোইন সহ ঠান্ডা মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ঠান্ডা মিয়া পৌরসভার ঘোষপাড়া (দূর্গাপুর) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠান্ডাকে পৌরসভার শতরুপা কসমেটিকসের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১শ’ ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। আটক ঠান্ডা মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :