দ্বাদশ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণের প্রস্তুতি; ইসি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০২ PM, ২৪ এপ্রিল ২০২১

Spread the love

ডেস্ক রিপোর্ট;

জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ইভিএম পরিচালনার জন্য স্কুল-কলেজের শিক্ষকদের মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ যন্ত্র ব্যবহারে রাজনৈতিক মতভেদ রয়েছে।

‘ইসি সূত্রে জানা গেছে, ইসির হাতে থাকা দেড় লাখের সাথে আরও ৩৫ হাজার ইভিএম ক্রয় করা প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে ৪০ হাজার ভোটকেন্দ্রের জন্য প্রায় দেড় লাখ ইভিএম প্রয়োজন।’

‘নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গণমাধ্যমকে বলেন, আগামী নির্বাচনে সবগুলো আসনে একযোগে ইভিএমে ভোটগ্রহণের প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি আমাদের থাকবে। মহামারি করোনার কারণে একাজে কিছুটা ক্ষতি হয়েছে, তার পরেও সব প্রস্তুতি নেওয়া সম্ভব।’

‘তিনি আরও জানান, দেশে অর্ধেক আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আমাদের রয়েছে। বাকি অর্ধেকের জন্য আমরা কাজ করছি। আশা করছি সব আসনেরই প্রস্তুতি সম্পন্ন হবে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৬টি আসনে ইভিএমে সফলতা পায় ইসি। এরপর পৌরসভা ও চলমান ইউপি নির্বাচনেও সফল হচ্ছে ইভিএম।

‘ইসির ইভিএম প্রকল্প পরিচালক সম্প্রতি এক সভায় জানান, একাদশ সংসদ নির্বাচনের আগেই ইসির দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল। যা মাঠ পর্যায়ে ব্যবহার করাও হয়েছে। আগামীতে আরও ৩৪ হাজার কেনা হবে।’

আপনার মতামত লিখুন :