ঘোড়াঘাটে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারকালে গ্রেপ্তার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৮ AM, ২৩ এপ্রিল ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে ফেনসিডিল পাঁচারকালে ৭৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় আটক করা হয়েছে প্রায় দেড় লাখ টাকা মূল্যের টিভিএস অ্যাপাসি সিরিজের একটি মোটরসাইকেল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম জানতে পারে পাশবর্তী নবাবগঞ্জ উপজেলা থেকে এক যুবক মোটরসাইকেলের বডিতে ফিটিং করে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঘোড়াঘাটে আসছে। পরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে দেয় পুলিশ। এসময় সংকেত অমান্য করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক।

পুলিশ মোটরসাইকেলটির পেছনে ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় রাখা ৬৫ বোতল এবং ছিটের নিয়ে রাখা আরও ১০ বোতল ফেনসিডিল সহ মোট ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী, দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকার খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৩)।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করেছে তার এই ব্যবসার সাথে আরো বেশ কয়েকজন জড়িত আছে। আমরা তাদের সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছি। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :