ভ্রাম্যমাণ আদালতে ১১টি পরিবহনকে জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ AM, ১৫ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়ক/মহাসড়কে ফিটনেস বিহীন অবৈধ যান চলাচল রোধ সহ লকডাউনের আদেশ অমান্য করায় উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৫ এিপ্রল) বিকেলে হাইওয়ে থানার সামনে উপজেলা নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে ১১টি পরিবহনকে মটরযান অধ্যাদেশ আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, মহাসড়কে একটি দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানী হয়েছে। দুঘর্টনা বেড়ে যাওয়ায়, সড়কে অবৈধ যানবাহন চলাচল রোধে আমাদের এ ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। এসময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল বাসার, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এস,এম রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :