গোবিন্দগঞ্জে এবারে আ’লীগ নেতার বাড়ীতে বিস্ফোরণ, আহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবারে আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের পঁচারিয়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহত দুলু মিয়া ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
জানা গেছে, সোমবার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পঁচারিয়া গ্রামের দুলু মিয়া, রশিদ মিয়া ও জয়দুল ইসলাম সহ তিনজন শ্রমিককে কাজ করার জন্য নেয়, একই গ্রামের মৃত রউফ মিয়ার ছেলে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়িতে ওই তিনজন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। এসময় ওই শ্রমিক সহ কয়েকজন ব্যক্তিকে ডেকে ঘরের চালা সরানোর কাজ করতে বলা হয়। এসময় ঘরের চালা সরাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক দুলু মিয়া গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত দুলু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন জানান, তার বাবা সহ কয়েকজন আ’লীগ নেতা শফিকুল ইসলামের বাড়িতে শ্রমিকের কাজ করছিল। এসময় ঘরের চালা সরাতে গিয়ে বিস্ফোরণে তার বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তিনি লোক মুখে শুনেছেন তার বাবা ককটেল বা অন্য কোন দ্রব্য বিস্ফোরণে আহত হয়েছেন।
এ ব্যাপারে আ’লীগ নেতা শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকজন শ্রমিক আমার বাড়িতে কাজ করছিল। আমি বাড়িতে ছিলাম না। স্ত্রী আমাকে ফোন করে জানায়, শ্রমিক দুলুকে ঘর থেকে গ্যাসের সিলিন্ডার বের করতে বলেছিলাম। এসময় অসাবধানবসত সিলিন্ডারের মুখ খুলে গিয়ে বিকট শব্দে গ্যাস বেরিয়ে যায়। এতে দুলু আহত হন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, উক্ত ঘটনায় দুলু মিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন। তিনি বলেন, কি দ্রব্য বিস্ফোরণ হয়েছে তা শনাক্ত করণে গবেষণা চলছে। বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর নমুনা আমরা পাইনি। তাছাড়া আহত ব্যক্তির সাথে কাজ করা লোক সহ শফিকুল ইসলামের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সব কিছু জেনেশুনে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

