স্বপরিবারে করোনায় আক্রান্ত গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৮ PM, ০৮ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রংপুর পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে গোবিন্দগঞ্জ উপজেলায় ৭ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার স্ত্রী, দুই সন্তান ও ভাগনি রয়েছে। এর দুদিন আগে তাদের নমুনা পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, দুই সন্তান ও স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার এ উপজেলার ৭ জনের করোনা আক্রান্তের রিপোর্ট  পজেটিভ এসেছে।

আপনার মতামত লিখুন :