গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৮ PM, ০৮ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় সুজন মিয়া (২৪) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় গ্রামীন ব্যাংক সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুজন উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মধ্যপাড়া গ্রামের মো. এনছের আলী ছেলে।

জানা গেছে, সুজন মিয়া অটোভ্যান নিয়ে ফাঁসিতলা বাজারের গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোভ্যানটি ট্রাকের চাকার নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :