গোবিন্দগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ ও চোখের রোগ নির্ণয় কর্মসূচী পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৫ PM, ০৬ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

উৎসর্গ ফাউন্ডেশন গাইবান্ধা শাখার ব্যবস্থাপনা পরিচালক এম টি আই আহাদের উদ্যােগে গত শনিবার (৩ এপ্রিল) বিকেল ৪ টায় গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুটানি বাজারস্থ দীগদাইড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ ও চোখের রোগ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে।

এসময় ৩৭৮ জনের রক্তের গ্রুপ শনাক্ত করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন গাইবান্ধা শাখার সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল করিম, এম টি আই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম টি আই, আহাদ মাহমুদ, কার্যনির্বাহী প্রধান এন এইছ নাইম, প্রচার সম্পাদক, অনিক রায়, মহিলা বিষয়ক সম্পাদক সাথী রায়, ফাতিহা লিমা ও প্রিয়ন্তী দাশসহ অন্যান্য সদস্য বৃন্দ।
ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

আপনার মতামত লিখুন :