পলাশবাড়ীতে মহিলা আ’লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৩ AM, ০৩ এপ্রিল ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় পলাশবাড়ী মহিলা কলেজের হল রুমে পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি লুদমিলা পারভিন ছন্দা, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদা পারুল। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা আক্তার বানু, নাসরিন সুলতানা রেখা, রাজিয়া আক্তার বিউটি, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক মিনু রানী মহন্ত, শিরিন আরা শেফা, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী উপজেলা শাখার বর্তমান সভাপতি প্রার্থী শ্যামলী আকতার, সাধারণ সম্পাদক প্রার্থী সাবিনা ইয়াসমিন তিথি, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উদ্যোক্তা বিলকিস বেগমসহ কর্মীগণ ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-নেত্রীগণ। সহযোগী সংগঠনের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, মৎস্যজীবীলীগের সভাপতি রাসেল তালুকদার ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আদর্শ বুকে ধারন করে যারা দলকে ভালোবেসে দীর্ঘদিন থেকে সংগঠনে শ্রম দিয়ে আসছে তাদেরকে মূল্যায়ন করার জন্য আহ্বান জানান। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য উম্মে হানী।

 

আপনার মতামত লিখুন :