মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ২০
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোল্লাহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদ শেখ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মামুন শেখের চাচা।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ঘটনার পরপরই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য প্রার্থী কিবরিয়ার কর্মী-সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মামুন শেখের চাচা আসাদ শেখ নিহত হন। এছাড়া উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হন।
নিহত আসাদ শেখ শাষন গ্রামের মৃত কানাই শেখের ছেলে। এরপর পরই গোটা এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও হামলা করা হয় বাড়ি ঘরে। পুলিশ আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এখনও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

