‘বাহা পরব” উৎসবে মাতল গোবিন্দগঞ্জের সাঁওতাল নারীরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৪ PM, ৩১ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

“বাহা পরব” বা ফুল উৎসব সান্তাল জাতির দ্বিতীয় প্রধান উৎসব। বর্ষবরণ উৎসব হিসেবে তারা এই পরব আবহমান কাল থেকেই উদযাপন করে আসছে। ফাল্গুন মাসের (চন্দ্রবা) অর্থাৎ ভরা পূর্ণিমার পরবর্তী মধ্য চন্দ্রের সময় এই পার্বণ উৎসবের মধ্য দিয়ে সান্তাল নববর্ষ বরণ করা হয়।

উদীচি শিল্পি গোষ্ঠি, এএলআরডি ও এনডিএফ- এর সহযোগিতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে “বাহা পরব” বা ফুল উৎসব সান্তাল জাতির দ্বিতীয় প্রধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি নানা আয়োজনের মধ্যদিয়ে মাদারপুর সাঁওতালপল্লীর শ্যামল, মঙ্গল, রমেশ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ‘বাহা পরব’ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাহা পরব উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মিস্টার গণেশ মুরমুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধার মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাপমারা ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরদার, আদিবাসী গবেষক কেরিনা হাসদা, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, এনডিএফ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি লক্ষণ কুমার মোহন্ত, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, প্রচার সম্পাদক রাফায়েল হাজদা ও যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান প্রমুখ।

এই ‘পরব’ বা ফুল উৎসব পালন না করা পর্যন্ত প্রকৃতির নতুন ফুল মেয়েরা মাথায় দেয় না। মহুয়া ফুল সান্তালদের অতিপ্রিয় ফুল। মহুয়া ফুলের স্বাদ বিভিন্নভাবে গ্রহণ করে থাকে, যেমন: বুট কালাই দিয়ে সিদ্ধ, গুড় দিয়ে সিদ্ধ অথবা হাড়িয়া দিয়ে তৈরী হয়। এই হাড়িয়া অন্যান্য হাড়িয়ার তুলনায় অনেক সু-স্বাদ হয়। অর্থাৎ ‘বাহা’ পরব পালন না করা পর্যন্ত প্রকৃতির কোন নতুন ফুল এই জাতিরই কোন সদস্য ব্যবহার করতে পারবেনা। যদি অজান্তে গ্রামের কেউ ১বাহা’ পরব বা উৎসবের পূর্বে ফুল তার সৌন্দর্য বর্ধনে ব্যবহার করে মহুয়া ফুলের স্বাদ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে উৎসব পালন না করা পর্যন্ত নায়কে পুরোহিত ঐ বাড়ীতে যাবেনা। আর তাদের পরিবারের কোন খাদ্য খাবারও গ্রহণ করবেনা। এই সময় বনে বনে শাল গাছে গাছে নতুন ফুল ফুটতে শুরু করে, বকুল ও পলাশ ফুলও ফুটে মহুয়া শিশুও (ফুল) প্রস্ফুটিত হয়। বাহা পরব সান্তাল জাতিসত্তার একটি পবিত্র উৎসব হিসেবে উদযাপিত হয়। বাহা পরব সাধারণত তিন দিন স্থায়ী হয়।

আপনার মতামত লিখুন :