হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং অনাদায়ে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গোলজার রহমান, সাহেব খন্দকার, হারুন খন্দকার, ফরিদুল খন্দকার ও জরিদুল ইসলাম খন্দকার।
উল্লেখ্য, ২০১৩ সালের গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে জমা-জমি বিরোধের জের ধরে কাফি মিয়ার সঙ্গে প্রতিবেশি গোলজার রহমান খন্দকারের মারামারি হয়।
একপর্যায়ে তারা বাড়ি কাউকে না পেয়ে কাফি মিয়ার ১৩ বছরের কিশোর আরিফ মিয়াকে ধরে দেয়ালের সঙ্গে স্বজোরে মাথায় ধাক্কা দেয়। এতে কিশোর আরিফ মিয়ার মাথা থেকে রক্তক্ষরন হলে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। ওই ঘটনায় আরিফ মিয়ার পিতা কাফি মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর ৫ জনের আমৃত্যু কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেন আদালত।

