গোবিন্দগঞ্জে গোডাউনে আগুন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৫ PM, ৩০ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মহিলা কলেজের সামনে একটি কোমল পানীয়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে পৌরসভার বুজরুক বোয়ালিয়ায় ৫ ওয়ার্ডের হীরকপাড়ায় নাহিদ সিকিউরিটি টেকনোলজি সংলগ্ন একটি সফট ড্রিংকস (কোমল পানীয়) গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তা পাশের কয়েকটি দোকান ও একটি অফিসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতির পরিমান জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :