মোল্লাহাটে শিশু রাইসা হত্যাকারীদের ফাঁসির দাবি
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী শিশু রাইসা আক্তার
হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা সদরের চৌরাঙ্গী
মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, রাইসার নানা ও হত্যা মামলার বাদী আব্দুল আলীম শেখ, শিশু রাইসার মামা কে,আর কলেজ ছাত্রলীগ
সভাপতি সাজ্জাদ শেখ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, সন্তানদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাবা-মা। একজন বাবা হয়ে হুমায়ুন সরদার মহিউদ্দিন কিভাবে অবুঝ শিশু রাইসাকে হত্যা করল তা আমরা জানি না। এই ঘটনায় আমরা হতবাক হয়েছি।এই হত্যার পিছনে হুমায়ুনের ভাই সুজা সরদার,
মোঃ রাজন সরদার এবং হুমায়ুনের মা বদরুন নাহারও জড়িত রয়েছেন। পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিন আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পারিবারিক কলহের জেরে ২২ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার
উদয়পুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে সেনা সদস্য
হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন নিজের কন্যাকে আছাড় দিয়ে হত্যা করেন।

