নিউ লাইফ ফাউন্ডেশন; মেধা ভিত্তিক বৃত্তি প্রদানের লক্ষে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। ইউনিয়ন মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধাভিত্তিক বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। নিজস্ব অর্থায়নে এ যেন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন নিউ লাইফ ফাউন্ডেশন।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ মার্চ) দুপুরে নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়।
২৫ নম্বরের প্রশ্নে ৩০ মিনিটের এ মেধা যাচাই পরীক্ষায় ওই ইউনিয়নের ২০১৭ হতে ২০২০ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ৩ শত জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১শত ৩৫ জন ও ছাত্রী ১শত ৬৫ জন।
এর আগে ফাউন্ডেশনের ভাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি সোহরাব হোসেন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ওবাদুল্লবী, নিউ লাইফ ফাউন্ডেশনের কেন্দ্রীও কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সহ-সাধারণ শাহ জালাল সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাষ্টার, সদস্য মাহমুদজ্জামান প্রান্ত, ফাউন্ডেশনের ইদুলপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, ভাতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার এবং নিউ লাইফ ফাউন্ডেশনের ক্যালেন্ডার ও মাস্ক বিতারণ করা হয়।

