জনসচেতনতায় মাস্ক বিতরণ করলেন মেয়র ও কাউন্সিলবৃন্দ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
কভিড-১৯ প্রতিরোধে পলাশবাড়ী পৌরসভার আয়োজনে সর্বস্তরের জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
সোমবার (১৫ মার্চ) বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পৌরসভার সচিব শাহজাহান রিপন, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুস সোবাহান বিচ্চু, প্যানেল মেয়র কাউন্সিলর আসাদুজ্জামান শেখ ফরিদ, সংরক্ষিত কাউন্সিলর শাহিনুর আক্তার, কাউন্সিলর জান্নাত আরা শিরিন, সাজেদা বেগম, কাউন্সিলর মাসুদ করিম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম সুমন, লিটন মিয়া, মঞ্জুরুল তালুকদার, মতিয়ার রহমান, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সহ অন্যান্যরা ।
মাস্ক বিতরণকালে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপে করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে। করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিকল্প কোন পদ্ধতি নেই। তাই সকলকে সচেতন হয়ে করোনা মহামারি মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

