গোবিন্দগঞ্জে ট্যাংক লরির চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলবাহী ট্যাংক লরির চাপায় আল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়ার জুড়ি দক্ষিণপাড়া গ্রামের মোজামের ছেলে। তিনি নাভানা কোম্পানিতে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

