প্রতারণা মামলায় যুবলীগ নেতা কারাগারে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা মামলায় আওয়ামী যুবলীগ নেতা ইউপি সদস্য মাসুদুর রহমান মুরাদকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) প্রতারণা মামলায় মাসুদুর রহমান মুরাদ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রতারক মুরাদ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের গুমানীগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ও গুমানীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য।
উল্লেখ্য, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে আওয়ামী যুবলীগ নেতা ইউপি সদস্য মাসুদুর রহমান মুরাদ ও তার চাচা আসালত মন্ডল বিদেশে পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী কুন্দ খালাসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শিপন মিয়াকে বিদেশে পাঠানো নামে রেজাউল করিমের কাছ থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে পর্যায়ক্রমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শিপনকে বিদেশে না পাঠিয়ে টালবাহানা শুরু করে। টাকা উদ্ধারে দীর্ঘদিন প্রতারকদের পিছনে ঘুরতে থাকে রেজাউল করিম।
একপর্যায়ে টাকা উদ্ধার করতে না পেরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনকে আসামী করে প্রতারণা মামলা করেন রেজাউল করিম। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধাকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে উক্ত ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে আদালত আসামীদের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।
দীর্ঘদিন পর আসামী মাসুদুর রহমান মুরাদ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে জামিন নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অপর আসামী মুরাদের চাচা আসালত পলাতক রয়েছেন।

