গোবিন্দগঞ্জে সেচ পাম্পে বিদ্যুতের পুনঃসংযোগের দাবী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩০ PM, ১২ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচ পাম্পে বিদ্যুতের পুনঃসংযোগের দাবীতে পৌরশহরের পান্থাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আদিবাসীরা।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে সহ¯্রাধিক নারী-পুরুষ এ অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। এসময় বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আশানুরুপ কোন সারা না পাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বেলা সাড়ে ১২টা থেকে ঘন্টাব্যাপি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন আদিবাসীরা। এসময় মহাসড়কের দুপাশে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, রংপুর চিনিকলের আওতাধীন উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের বিরোধপূর্ণ জমি বাপ-দাদার দাবী করে দখলে নিয়ে রবি ফসলসহ বিভিন্ন ফসলাদী চাষাবাদ করে আসছিল। এরই ন্যায় চলতি ইরিবোরো মৌসুমে ধানের চারা রোপণ করেন আদিবাসীরা। গত কয়েকদিন আগে চিনিকল কর্তৃপক্ষের নির্দেশে সেচের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ অফিস। এরই প্রেক্ষিতে সেচ পাম্পে বিদ্যুৎতের পুনঃসংযোগের দাবীতে জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন আদিবাসীরা।

আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিদ্যুৎতের পুনঃসংযোগের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ অফিসকে নির্দেশ দেন। কিন্তু বিদ্যুৎ অফিস অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ না করায় সেচ পাম্পে বিদ্যুৎতের পুনঃসংযোগের দাবীতে সড়ক অবরোধ করেন আদিবাসীরা।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। পল্লী বিদ্যুৎ অফিসের কথা মত আমরা পূর্বের বকেয়া বিদ্যুৎ বিলও পরিশোধ করি। আমরা প্রায় ৪০০ একর জমিতে ইরিবোরো ধান রোপণ করেছি। হঠাৎ করে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। সংযোগ বিচ্ছিন্ন করার কারণে রোপণ করা ৪০০ একর জমির ধানের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সেচ পাম্পে বিদ্যুৎতের পুনঃসংযোগ দেওয়া না হলে বড় ধরণের সংকটের মুখে পড়ব আমরা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ গোবিন্দগঞ্জ জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) আখতারুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় জেলা প্রশাসক সহ পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এর প্রেক্ষিতে আদিবাসীদের বিদ্যুৎতের পুনঃসংযোগের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আদিবাসীরা।

আপনার মতামত লিখুন :