গোবিন্দগঞ্জের ইউএনওর বদলী জনিত বিদায় সংবর্ধনা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বৃস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
উপজেলা বিআরডিবি অফিসার এনামুল হকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা প্রাথমিক কর্মকর্তা রমজান আলী, উপজেলা নির্বাচন অফিসার বিএস বাবু ব্রজেন্দ্র নাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার ও উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আশাদুল ইসলাম সহ আরো অনেকে।

