গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪১ PM, ১০ মার্চ ২০২১

Spread the love

 গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

“নেতৃত্বে নারী: কভিড-১৯ বিশ্ব সাফল্যে চাই নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁতালপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এসোসিয়েশন ফর ল্যান্ড ডেভলপমেন্ট-এর সহযোগিতায় (এএলআরডি) বুধবার (১০ মার্চ) দুপুরে সাঁতালপল্লীর মাদারপুর শ্যামল, মঙ্গল, রমেশ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তনা হাসদার সভাপতিত্বে ও প্রিসিলা মুরমুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুরষমনি টুডু, মেরী টুডু, তৃষ্ণা মুরমু ও কেরানী হাসদা প্রমুখ। এসময় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সাঁওতালপল্লী মাদারপুর থেকে সাঁওতাল নারী-শিশুদের একটি র‌্যালী গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশ নেয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি আন্তর্জাতিক নারী দিবস কর্মসুচি পালনের আয়োজন করে।

আপনার মতামত লিখুন :