বহিরাগতদের দিয়ে মৎস্যজীবী লীগ কমিটি গঠন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নে বহিরাগতদের দিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মমিরুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট এ ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, পলাশবাড়ী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটি গত ১৭ ফেব্রুয়ারী হোসেনপুর ইউনিয়ন শাখা আওয়ামী মৎস্যজীবী লীগের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। ওই কমিটির অধিকাংশ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক নয়, ব্যক্তিস্বার্থে স্বজনপ্রীতি, সুবিধাবাদীদের স্থান দেওয়া হয়েছে কমিটিতে। কমিটিতে একই মহল্লার অধিকাংশ সদস্য রাখা হয়। তাছাড়া পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের কয়েকজনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ফলে প্রকৃত আওয়ামী পন্থিদের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
হোসেনপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের নব কমিটির সাধারণ সম্পাদক পাপুল সরকার অভিযোগ স্বীকার করে বলেন, এই কমিটিতে দু’একজন থাকতে পারে। খোঁজ-খবর নিয়ে ওই সদস্যদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মনিরুজ্জামান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের প্রায় সব কমিটিতেই বিতর্কিত লোকজন আছে। আর আমাদের এটি তো অঙ্গ সংগঠন। কমিটির বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদেরকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন বলেন, উক্ত ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

