গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৭ PM, ০৫ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

৫ মার্চ (শুক্রবার) শিবপুর ইউনিয়নের মহাদেবপুর বারটিকরি ফকিরপাড়া-পাচগছি বাজার সড়ক উন্নয়ন কাজের ফলক উম্মোচন ও পাচগছিবাজার মাদারদহ রাস্তার সলিং নির্মাণ কাজের ফলক উম্মোচন করা হয়।

প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে এ ফলক উম্মোচন ও উদ্বোধন করা হয়।

এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক ও উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর সহ নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন :