পলাশবাড়ীতে জাতীয় ভোটাধিকার দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৫ PM, ০২ মার্চ ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা বঙ্গবন্ধু হলরুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, এস.এম.বি. স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় পরিচয় পত্র স্মাট কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও ভোটার তালিকা প্রনয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :