পলাশবাড়ীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী খেলোয়াড় কোচিং একাডেমির আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় জয়পুরহাট পাঁচবিবি উপজেলা একাদশ ২-১ গোলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা একাদশকে পরাজিত করে।
খেলার শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
পরে খেলোয়ার সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহামুদ তাপস, খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

