কালীগঞ্জে সুন্দর হাতে লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
অমর একুশে ফেব্রুয়ারি মহান শোক দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতে লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. শিবলী সাদিক । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জহিরউদ্দিন, উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টন প্রমুখ।

