শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভের উদ্বোধন করলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
উপজেলা পরিষদ সম্মুখে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও সাত স্তম্ভবিশিষ্ট স্বাধীনতা স্তম্ভের উদ্বোধন করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামকে সাথে নিয়ে শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভটি উদ্বোধন করেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনকসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

