কালীগঞ্জ পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৯ PM, ১৭ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে রিটানিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম, গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইমরান, গাজীপুর ক্যাম্প র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক প্রমুখ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক মিজান, টঙ্গী নির্বাচন অফিসার ওমর ফারুক।

আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রসহ ৪ জন মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং মহিলা সংরক্ষিত কাউন্সিলর ১০ জন সর্বমোট ৪৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আচরণ বিধির প্রতি খেয়াল রাখবেন। সর্বোচ্চ ধৈর্য্যরে পরিচয় দিবেন। শ্রীপুরের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শান্তিপূর্ণভাবে নির্বাচনে করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। উৎসব মুখর পরিবেশে কালীগঞ্জ পৌর নির্বাচন হবে এমনটাই আমরা আশাবাদী।

আপনার মতামত লিখুন :