গোবিন্দগঞ্জে ফেনসিডিল সহ আটক ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৫ PM, ১৭ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৯৭ বোতল ফেনসিডিল সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বাসে তল্লাশি চালিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ে বাস থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করছিল। এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগি থানার উদয়পুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান (২৪) ও একই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে হকিবুল ইসলামকে (৩৭) ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

অপরদিকে, একই রাতে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ২১ বোতল ফেনসিডিল সহ দিনাজুপর কোতোয়ালী থানার বালুয়াডাংগা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে শাওন হোসেনকে (২৬) আটক করে পুলিশ। এছাড়া হানিফ পরিবহনের অপর একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় স্কুল ব্যাগ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করাহয়। পুলিশ জানায় উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য ৬৮ হাজার টাকা। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন :