গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত, ট্রাক আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আমেনা বেগম (৬৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম পৌরসভার পাস্থাপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিলের স্ত্রী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, মহাসড়কে পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি থানায় আটক আছে।

