গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু তোলার প্রতিবাদে সমাবেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, জেএসডি উপজেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আলী আজগর আরজ, সাংবাদিক শাহ আলম সাজু ও কৃষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, করতোয়া নদীর চকরহিমাপুর উত্তরপাড়া, সাহেবগঞ্জ নামা মেরী, কামারপাড়া, বোয়ালিয়া, সমসপাড়াসহ প্রায় শতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করছে বালু দস্যুরা। প্রশাসনের নাকের ডগায় দিনে-রাতে বালু উত্তোলন করে আসলেও তাদের নজরে পড়েনা।
এ বিষয়ে যখনই কোন আন্দোলন করা হয় তখনই লোক দেখানো অভিযান চালায় প্রশাসন। আমরা এমন অভিযান চাইনা। এর স্থায়ী প্রতিকার চাই। পরবর্তীতে এর চেয়েও বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

