আল- জাজিরার প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে হাইকোর্টে আইনজীবীর রিট

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৮ PM, ০৮ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে গত ২ ফেব্রুয়ারি কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রতিবেদনটি প্রকাশ পায়। ‘সম্প্রচারিত প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই রিট নিয়ে শুনানি হবে বলে জানান ওই আইনজীবী।

‘রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক’ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এরআগে গত ২ ফেব্রুয়ারি ওই প্রতিবেদনটি প্রচার করে আল- জাজিরা। বাংলাদেশ নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের কারণে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন।

আপনার মতামত লিখুন :