মোংলায় হরিণের মাংস সহ আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৯ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;

বাগেরহাটের মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মোংলা উপজেলার দক্ষিন দিগরাজ বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে কামালকে আটক করে মোংলা থানা পুলিশ।
আটক কামাল দিগরাজ এলাকার জামাল শিকদারের ছেলে। সে স্থানীয় একটি এলপিজি ফ্যাক্টরীতে চাকরী করত।

মোংলা থানার এসআই ইমলাক সরদার বলেন, হরিণের মাংস বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে কামালকে আটক করি।

এসময় কামালের কাছে থাকা একটি বস্তায় ২২ কেজি হরিণের মাংস সহ তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন পুলিশের কাছে হরিনের মাংস সংরক্ষনের কথা স্বীকার করে। কামাল খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন। এভাবে তিনি মাংস কিনে আনে এবং তা মোংলাসহ বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে তা মাটি চাঁপা দেয়া হবে। এছাড়া আটক কামাল শিকদারের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন ও পাচার আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :