সাঁওতালপল্লীতে ২০০ আদিবাসী শিক্ষার্থী পেল শীতবস্ত্র
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে ২০০ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে শাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে সাঁওতালপল্লীর শ্যামল, মঙ্গল, রমেশ স্মৃতিবিদ্যা নিকেতন প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপত্বিত্বে শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, গাইবান্ধা জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববি, কবি ও সাহিত্যিক দেবাশিষ দেবু, কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি এমদাদুল হক সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও পৌর আহবায়ক রাহুল সরকার প্রমুখ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ শাখার সহযোগিতায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সাঁওতাল নেতা ডা. ফিলিমন বাস্কে অভিযোগ করে বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সাঁওতালপল্লীতে সরকারীভাবে সাহায্য সহযোগিতার কথা বললেও এখানে তেমন কিছু দেওয়া হয়না। বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও আমাদের বেশি সহযোগিতা করে থাকেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

