কালীগঞ্জে ওয়াদুদ ভূইয়া বৃত্তি পেলেন ১৪ জন কৃতি শিক্ষার্থী
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থী পেলেন ওয়াদুদ ভূইয়া বৃত্তি ।
শনিবার ( ৬ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন ওয়াদুদ ভূইয়া বৃত্তি প্রকল্প।
ওয়াদুদ ভূইয়া ট্রাষ্টের ভাইস প্রেসিডেন্ট নবীউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মানী চেক তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক ।
ট্রাষ্টি মাসহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাষ্টি হাসনাত দীনা, জাহিদুর রহমান ও আশরাফুল ইসলাম ।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর প্রতিভা মডেল স্কুলকে অনুদান হিসেবে ১ লাখ টাকার চেক দিয়ে থাকেন প্রকল্পটি।

