পলাশবাড়ীতে শ্বশুরের কিলে জামাইয়ের মৃত্যুর অভিযােগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৫ PM, ০৬ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরের কিল-ঘুষিতে আনছার আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযােগ উঠেছে।উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনছার আলী বিয়ের পর থেকেই বেংগুলিয়া গ্রামে শ্বশুরের চান মিয়ার বাড়ীতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিল। চান মিয়া গত কয়েক দিন আগে আনছারের ছেলেকে (নাতি) নিয়ে ঢাকা কাজ করতে যায়। কাজ থেকে বাড়ী ফিরে নাতীর শ্রমের টাকা না দেওয়ায় শ্বশুর-জামাইয়ের মাঝে কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে শুক্রবার সকালে শ্বশুর চান মিয়া তার ঘর জামাই আনছার আলীকে কিলঘুষি মেরে আহত করে। আহত আনছার আলীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে বাবা চানমিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :