পলাশবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তারকৃতরা পলাশবাড়ী উপজেলার মেরীরহাট এলাকার মৃত ওসমান গণি মন্ডলের ছেলে আব্দুল আলিম মন্ডল এবং একই এলাকার খাজা মিয়ার ছেলে শফিউল ইসলাম। ২৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে এক প্রেস ব্রিফিং করেন র্যাব র্যাব-১৩ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান। ২৮ জানুয়ারী রাতে উপজেলার মেরীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে মোবাইল ফোন, জিহাদি বই, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল আলিম মন্ডল ইতোপূর্বে ‘আল্লাহর দল’ এর কুড়িগ্রাম জেলা অঞ্চলের প্রধান সমন্বয়ক হিসেবে সার্বক্ষণিক দায়িত্বে নিয়জিত ছিল। একই এলাকার অপর সহযোগী শফিউল ইসলাম মেরীরহাট নিজ এলাকায় সাংগঠনিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিভিন্ন অপতৎপরতার সাথে জড়িত থাকায়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

