গোবিন্দগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামিদুল ইসলাম (৩৩) নামের এক যুবককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামে একটি ডোবা থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হামিদুল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় সিংজানি গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে হামিদুল জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান পাননি। স্থানীয়রা সোমবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠায়। নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই লাশ হামিদুলের বলে সনাক্ত করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে ইজিবাইকের জন্যই তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

